উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুরসভা নির্বানে সিপিএম প্রার্থীদের হয়ে শুক্রবার প্রচারে এলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী

উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট রায়গঞ্জ পুরসভার  পুর নির্বানে সিপিএম প্রার্থীদের হয়ে  শুক্রবার প্রচারে এলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।  এদিন তিনি  রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার করনে।  হাতে আর সময় নেয় তাই শেষ মুহূর্তে প্রচার জোর কদমে চলছে সব রাজনৈতিক দলের প্রচার। আগামী রবিবার রায়গঞ্জ পুরসভা নির্বাচনের ভোটগ্রহন। আগামীকাল বিকেল ৫টায় শেষ হবে পুরভোটের প্রচার।  আজ রায়গঞ্জ পুরভোটের প্রচারে সিপিএম নেতা তথা রাজ্য বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। এবারের  রায়গঞ্জ পুরভোটে সিপিএম ও কংগ্রেস জোট করে লড়াই করছে। এর আগে জোটের প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করে গেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, এবং সাংসদ মহম্মদ সেলিম। আজ প্রচারে সিপিএম নেতা সুজন চক্রবর্তী।  দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করে প্রচার করলেন সুজনবাবু। সুজন বাবু প্রচারের ফাকে বলেন, এরাজ্যে তৃনমূল কংগ্রেস গনতন্ত্র হত্যা করেছে। পুলিশের সাথে জোটবদ্ধভাবে মানুষকে আটকে রাখার চেষ্টা করছে। সাধারন মানুষের স্বার্থে সিপিএম- কংগ্রেস জোট গড়ে লড়াই করছে। এই জোট সাধারন মানুষের জোট।